1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Waste To Resource’ ও ‘GSTU Cleaning Project’-এর উদ্যোগে গোবিপ্রবিতে Waste Audit সম্পন্ন পড়ন্ত বিকেলের নামহীন আপনজন -সামান্তা কবির পৌরসভা ১নং ওয়ার্ড হযরত ইমাম হোসাইন ইসলামি ফাউন্ডেশন এর উদ্যোগে আজিমুশশান ৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত যুব নিশান ক্লাব নির্বাচনে সহ–সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জমা দিলেন তরুণ ব্যবসায়ী খোকন মিয়া কবিতা-এম. হেলাল বিন ইলিয়াছ পারিবারিক শত্রুতার জেরে স্কুল পড়ুয়া এক ছাত্রকে হত্যার চেষ্টা রক্তের প্রবাল-সাহেদ আহমেদ রেজা পটিয়ায় আল মুজতবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত পটিয়ার কণ্ঠস্বর-মোহাম্মদ শহীদুল আলম শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের

শরীয়াভিত্তিক ব্যাংকে গণহারে কর্মী ছাঁটাই।চাকরি যাবেনা গ্লোবাল ইসলামি ব্যাংকের কর্মকর্তাদের

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

ছয় ইসলামি ব্যাংক থেকে ছাঁটাই সাড়ে চার হাজার কর্মী
খবরের কাগজ ইনফোগ্রাফ থেকে সংগৃহীত নিউজ:

ইসলামি শরিয়াভিত্তিক ছয়টি ব্যাংক থেকে গত এক বছরে প্রায় সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। এর পর পরই এই ব্যাংকগুলোতে গণহারে কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এতে নিদারুণ কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এই কর্মকর্তারা। 

তারা বলছেন, সব ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই, এমনকি ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করেই তাদের ছাঁটাই করা হয়েছে। এদিকে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনো ছাঁটাই-আতঙ্ক আছে বলে জানা গেছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর পরই ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ হাজার ৫০০ জন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৩৮ জন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮০০, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ৫৪৭, ইউনিয়ন ব্যাংক থেকে ৪০০ এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ৭ জন উচ্চপর্যায়ের কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে, যাদের অধিকাংশই চট্টগ্রামের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। 

তবে চট্টগ্রামের বাইরেও, এমনকি প্রধান কার্যালয়ের অনেক কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। 

এভাবে গণহারে ছাঁটাইয়ের ফলে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। তারা বলছেন, ছাঁটাই প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ অন্যায় এবং নিয়মবহির্ভূত। কর্মীদের কোনো ধরনের পূর্বঘোষণা বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। অনেক কর্মী সকালে অফিসে গিয়ে দেখতে পান যে তাদের কম্পিউটারের পাসওয়ার্ড কাজ করছে না। কাকে, কী কারণে বা কী অভিযোগে ছাঁটাই করা হয়েছে, তার কোনো ব্যাখ্যাও দেয়নি কর্তৃপক্ষ; যা ব্যাংকিং নিয়মাবলির পরিপন্থি। ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, এটি ‘হাই অথরিটির নির্দেশ’। সেই কর্তৃপক্ষ কারা, তা স্পষ্ট করেনি ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন চাকরিচ্যুত কর্মকর্তা খবরের কাগজকে বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭৫০ কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে বেশির ভাগই ছিলেন চট্টগ্রামের। এই আকস্মিক ছাঁটাইয়ের ফলে কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অমানবিক’ এবং সার্ভিস রুলসের পরিপন্থি। তিনি বলেন, বিবিএ ও এমবিএ শেষ করে যোগ্যতার প্রমাণ দিয়েই তিনি ২০১৬ সালে সিনিয়র অফিসার হিসেবে চাকরি পেয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তাকে বের করে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বেকার এবং তার জন্য পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

ব্যাংকটিতে অতিরিক্ত কর্মী ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে কোনো অতিরিক্ত কর্মী ছিলেন না। যদি থাকতেন, তাহলে ব্যাংক আবার নতুন করে কর্মী নিয়োগ দিত না। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট