1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

নব্য লেখকের প্রতি নিবেদন-আসমাউল ইমন

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

হে কবি!
কলম ধরো—তবে সে কলম যেন থাকে হৃদয়ের অধীনে,
অর্থের অধীন নয়।
যে কবিতা জন্ম নেয় স্বর্ণের লোভে—
সে কবিতা নয়, সে কেবল বণিকের পণ্যে পরিণত হয়।

তুমি লিখো, কারণ তোমার অন্তরে জেগে ওঠে
মানবতাবোধ, দেশপ্রেম, প্রেম ও পরার্থপরতা।
যে লিখে মোহর পাওয়ার আশায়—
তাহার ছন্দে থাকে না হৃদয়ের কাঁপন,
কেবল থাকে নির্লজ্জ বণিকের হাসি।

স্মরণে রেখো,
বাণী যত সজীব, ততই সে নিঃস্ব—
আবার ততই মহৎ।
মহাপুরুষেরা ধন উপার্জনের জন্য কথা বলেননি—
তাঁহারা বলেছেন, কারণ সত্য তাঁহাদের ভিতরে জাগ্রত ছিল।

তুমি যদি কবি হও, তবে কবির ধর্ম পালন করো—
অর্থ নয়, আদর্শ হোক তোমার কবিতার উদ্দেশ্য।
বেদনার ভাষা দাও, ভালোবাসার ভাষা দাও—
দুই পয়সার মুখোশ নয়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট