হে কবি!
কলম ধরো—তবে সে কলম যেন থাকে হৃদয়ের অধীনে,
অর্থের অধীন নয়।
যে কবিতা জন্ম নেয় স্বর্ণের লোভে—
সে কবিতা নয়, সে কেবল বণিকের পণ্যে পরিণত হয়।
তুমি লিখো, কারণ তোমার অন্তরে জেগে ওঠে
মানবতাবোধ, দেশপ্রেম, প্রেম ও পরার্থপরতা।
যে লিখে মোহর পাওয়ার আশায়—
তাহার ছন্দে থাকে না হৃদয়ের কাঁপন,
কেবল থাকে নির্লজ্জ বণিকের হাসি।
স্মরণে রেখো,
বাণী যত সজীব, ততই সে নিঃস্ব—
আবার ততই মহৎ।
মহাপুরুষেরা ধন উপার্জনের জন্য কথা বলেননি—
তাঁহারা বলেছেন, কারণ সত্য তাঁহাদের ভিতরে জাগ্রত ছিল।
তুমি যদি কবি হও, তবে কবির ধর্ম পালন করো—
অর্থ নয়, আদর্শ হোক তোমার কবিতার উদ্দেশ্য।
বেদনার ভাষা দাও, ভালোবাসার ভাষা দাও—
দুই পয়সার মুখোশ নয়