1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

‎একা পথিকের দোয়া-‎আব্দুল মালিক জহির

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

‎একা পথিকের দোয়া
‎আব্দুল মালিক জহির

‎একা আমি, তবু একা নই —
‎রব্বুল আলামীন আমার ছায়া, আমার নিশ্চয়।
‎দুনিয়া যদি সব দরজা বন্ধ করে দেয়,
‎রাহমাতের দুয়ার কখনোই বন্ধ হয় না— এই তো আশ্রয়।

‎নেই পাশে কোনো আপন মুখ,
‎নেই ভরসার হাত, নেই করুণার সুখ।
‎তবু ভেঙে পড়ি না, ভয়ও করিনা —
‎হৃদয়ে আল্লাহর যিকির জ্বলুক নিরবিনা।

‎আকাশের তারা একা জ্বলে,
‎সমুদ্র একা বয়ে চলে—
‎একাকীত্বও হয় এক ইবাদত,
‎যদি তাতে থাকে রবের প্রতি ভরসার শক্ত নিগূঢ় আদত।

‎মানুষ ঠকায়, মানুষ হাসে,
‎কে কাঁদে, কে পাশে আসে, আবার কে ফাঁসে!
‎তবু যে সিজদায় ফেলে দেয় বুকের ভার,
‎সে-ই তো পায় আরশের দরজায় আলোর প্রহার।

‎সফলতা আসে কেবল ধৈর্যে,
‎নফসকে জয় করে— এক তাওয়াক্কুলের সৈর্যে।
‎বলো না— “আমি একা”, নয় সে কথা,
‎বল— “আমার রবই আমার সঙ্গী, আমার পথের ব্যাখা।”

‎তাই হে পথিক, চল একা হলেও,
‎কারণ তুই একা নস, তোকে দেখেন সেই — যিনি সব জানেন, সব বোঝেন, সব দেন সময় হলে।
‎সবর কর, নামাজে দাঁড়া, চোখের জলে রাখ রুহ ধোয়া,
‎রবের পথে যারা হাঁটে একা, তারাই পায় সফলতার দোআ।‎আব্দুল মালিক জহির
তরুণ উদীয়মান কবি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট