প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
একা পথিকের দোয়া-আব্দুল মালিক জহির
একা পথিকের দোয়া
আব্দুল মালিক জহির
একা আমি, তবু একা নই —
রব্বুল আলামীন আমার ছায়া, আমার নিশ্চয়।
দুনিয়া যদি সব দরজা বন্ধ করে দেয়,
রাহমাতের দুয়ার কখনোই বন্ধ হয় না— এই তো আশ্রয়।
নেই পাশে কোনো আপন মুখ,
নেই ভরসার হাত, নেই করুণার সুখ।
তবু ভেঙে পড়ি না, ভয়ও করিনা —
হৃদয়ে আল্লাহর যিকির জ্বলুক নিরবিনা।
আকাশের তারা একা জ্বলে,
সমুদ্র একা বয়ে চলে—
একাকীত্বও হয় এক ইবাদত,
যদি তাতে থাকে রবের প্রতি ভরসার শক্ত নিগূঢ় আদত।
মানুষ ঠকায়, মানুষ হাসে,
কে কাঁদে, কে পাশে আসে, আবার কে ফাঁসে!
তবু যে সিজদায় ফেলে দেয় বুকের ভার,
সে-ই তো পায় আরশের দরজায় আলোর প্রহার।
সফলতা আসে কেবল ধৈর্যে,
নফসকে জয় করে— এক তাওয়াক্কুলের সৈর্যে।
বলো না— "আমি একা", নয় সে কথা,
বল— "আমার রবই আমার সঙ্গী, আমার পথের ব্যাখা।"
তাই হে পথিক, চল একা হলেও,
কারণ তুই একা নস, তোকে দেখেন সেই — যিনি সব জানেন, সব বোঝেন, সব দেন সময় হলে।
সবর কর, নামাজে দাঁড়া, চোখের জলে রাখ রুহ ধোয়া,
রবের পথে যারা হাঁটে একা, তারাই পায় সফলতার দোআ।
আব্দুল মালিক জহির
তরুণ উদীয়মান কবি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত