
বাংলাদেশকে বাঁচাতে’ ১৯৭১-এ প্যারিসে বিমান হাইজ্যাক করেছিলেন ফরাসি যুবক জ্যঁ ক্যুঁয়ে!
প্যারিস, ৩ ডিসেম্বর ১৯৭১:ফরাসি যুবক জ্যঁ ইউজিন পল ক্যুঁয়ে—মাত্র ২৮ বছর বয়সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ৭১২ হাইজ্যাক করেছিলেন বাংলাদেশি শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ আদায়ের দাবিতে।
অরলি বিমানবন্দরে ৫ ঘণ্টার উত্তেজনার পর ফরাসি সরকার চাপের মুখে অন্তত ১ টন ওষুধ সরবরাহ করে ও বাকি ১৯ টন পাঠানোর প্রতিশ্রুতি দেয়। ধরা পড়ার মুহূর্তেও তিনি পুলিশের কাছে অনুনয় করেছিলেন— “দয়া করে ওষুধগুলো বাংলাদেশে পাঠিয়ে দিন… তারা মরে যাচ্ছে!”
পরবর্তীতে ফ্রান্সের জনগণ তাঁকে ‘মানবিক নায়ক’ হিসেবে স্বীকৃতি দেয় এবং জনচাপের মুখে ৫ বছরের সাজা মাত্র ২ বছরেই মাফ পায়। ওষুধের চালান পৌঁছায় বাংলাদেশে।
বাংলাদেশের ইতিহাসে জ্যঁ ক্যুঁয়ে চিরস্মরণীয়—এক পাগলাটে বন্ধুর মতো, যিনি ২০ টন ওষুধ ‘লুটে’ দিতে চেয়েছিলেন বাংলার মানুষের জীবন বাঁচাতে।
সংগৃহীত