1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন আজ বাপিডিপ্রকৌস চট্টগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ। মিশি হাসনাহেনার কবিতা-আগুন দানব সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী যুব নিশান ক্লাব এর দ্বি-বার্ষিক ২০২৬–২০২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

আজ ২ ডিসেম্বর ২০২৫, সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সনাক পটিয়ার সাবেক সভাপতি ও স্বাস্থ্য উপকমিটির আহবায়ক এসএমএকে জাহাঙ্গীর, সনাক পটিয়ার সহ-সভাপতি শীলা দাশ ও সাংবাদিক আবদুর রাজ্জাক, সনাক সদস্য নিত্যময় চৌধুরী ও নিলুফার জাহান কুমু, টিআইবির এরিয়া কোর্ডিনেটর এ. জি. এম. জাহাঙ্গীর আলম, এসিজি কোর্ডিনেটর জিএম কাদের, এসিজি সদস্য আরিফা আকতার, পার্থ চৌধুরী, সাবেক ইয়েস দলনেতা অনির্বান পালিত ও সহদলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা।
সভায় সনাকের পক্ষ থেকে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সনাক পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র যথাক্রমে কেলিশহর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ধলঘাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে কমিউনিটি অ্যাকশন সভা, গনশুনানী ও মোবাইল অ্যাপস্ ভিত্তিক প্রমান নির্ভর কমিউনিটি মনিটরিং অন্যতম। সভায় বিভিন্ন অগ্রগতির পাশাপাশি সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রাপ্ত সমস্যা যা স্থানীয় স্থানীয় পর্যায়ে সমাধান হয়নি তা আশু সমাধানে পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তাবনা আকারে তুলে ধরা হয়।
প্রস্তাবনার মধ্যে রয়েছে কেলিশহর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার পদায়ন, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, ধলঘাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে অফিস সহকারী পদায়ন, প্রতিদিন স্বাস্থ্য কেন্দ্র খোলা রাখার উদ্যোগ গ্রহণ, সেবা সম্পর্কীত তথ্যবোর্ড স্থাপন, টয়লেট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা, ঝঁুিকপূর্ণ ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণ, উভয় স্বাস্থ্য কেন্দ্রে প্রতিবন্ধিবান্ধব র‌্যাম্প, টয়লেট স্থাপন অন্যতম। উপস্থিত সকলে মুক্ত আলোচনায় অংশ নিয়ে উল্লেখিত বিষয়ে স্ব-স্ব মতামত তুলে ধরেন।

সাবেক সনাক সভাপতি ও স্বাস্থ্য উপকমিটির আহবায়ক এসএমএকে জাহাঙ্গীর বলেন, সনাকের সুপারিশে কর্তৃপক্ষের গৃহিত নানা পদক্ষেপের ফলে ইতোমধ্যে সেবার মান অনেক উন্নতি হয়েছে। সেবা গ্রহীতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সেবা গ্রহীতাদের আস্থা ধরে রাখতে ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উত্থাপিত সমস্যা দ্রুত সমাধানে কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরী। সনাকের অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) নিয়মিত কার্যক্রমের ফলে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন রচিত হয়েছে। যার ফলে সেবা গ্রহীতারা যে কোনো সমস্যায় পড়লে এসিজি সদস্যদের নিয়মিত অবগত করছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, উত্থাপিত প্রস্তাবনার মধ্যে কিছু উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে। উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে অন্তত ২ দিন এমবিবিএস ডাক্তার সেবা দেবেন। সেই তালিকায় কেলিশহর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র যুক্ত করা হবে। পানির ব্যবস্থা করা হবে। আগামী জানুয়ারিতেই ধলঘাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হবে আশা করছি। নতুন ভবন নির্মাণ হলে সেখানে প্রতিবন্ধীবান্ধব র‌্যাম্প ও টয়লেট যুক্ত থাকবে। জনবল নিয়োগ না থাকায় ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে সব সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাবহ থাকবে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সেবার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। অনৈতিক লেনদেন বন্ধ হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর ২০২৫ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গনশুনানী আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট