
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মোহাম্মদ তৌফিকুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫, চট্টগ্রাম রহমতগঞ্জস্থ গণপূর্ত ক্যাম্পাসে শুভ উদ্বোধন করা হয়। বাপিডিপ্রকৌস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ নূর উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু তাহের, আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী মোঃ রহিম উল্লাহসহ বাপিডিপ্রকৌস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ তৌফিকুর রহমান স্মৃতি টুর্নামেন্ট ২০২৫, এ চট্টগ্রাম জেলার কর্মরত সদস্য প্রকৌশলীদের নিয়ে ৩৬টি দল অংশগ্রহণ করবে।