
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিএনপি কর্তক মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা এনামুল হক এনাম।তার মনোনয়ন প্রাপ্তিতে নাখোশ দলের একাধিক সিনিয়র নেতারা।তাই তার মনোনয়ন বাতিলের দাবিতে দলীয় প্যাডে কেন্দ্রে চিঠি প্রেরণ করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল।আলহাজ্ব ইদ্রিস মিয়া আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান। মোহাম্মদ রেজাউল করিম নেছার। যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।সাইফুদ্দিন সালাম মিঠু যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা।তারা লিখেন-
প্রিয়নেতা,
আসসালামু আলাইকুম। আমরা নিম্ন স্বাক্ষরকারী গন যথাক্রমে আলহাজ্ব (১) গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, সাবেক দুইবারের সংসদ সদস্য ও সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, (২) আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, (৩) মোহাম্মদ রেজাউল করিম নেছার, যুগ্ম আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। (৪) সাইফুদ্দিন সালাম মিঠু, যুগ্ম আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং আমরা চট্টগ্রাম-১২, পটিয়া সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী। আমরা সকলে পারস্পরিক বোঝাপড়া ও আলাপ আলোচনার মাধ্যমে আমরা চারজন এক মত হয়েছি। আমাদের মধ্যে থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে এই আসন টি উপহার দিতে পারবো। আমাদের এই চার জনের মধ্যে গাজী শাহজাহান জুয়েল দুই বারে সাবেক সংসদ সদস্য ছিলো ও আলহাজ্ব ইদ্রিস মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলো। উনাদের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে নির্বাচন করলে এই আসনটি বিপুল ভোটে বিএনপি চূড়ান্ত মনোনয়ন যাকে দিবে তারা জয় লাভ করা সহজ হবে।
উল্লেখ্য, উক্ত আসনে (প্রাথমিক ভাবে মনোনীত প্রার্থীর এস আলম কান্ত এবং সংশ্লিষ্টতায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন।