
ভাসানীর পথে
জাফর আহম্মেদ মুগ্ধমাটি-ভেজা বাংলার বুকে
জাগায়ে দিলে আরেক ভোর,
দুঃখে-জর্জর জনতার মাঝে
তুমি ছিলে নির্ভীক জোয়ার।খেতের মানুষের কণ্ঠস্বর তুমি,
অধিকারহারা ধানের গন্ধ,
ঝড়ের দিনে পথ দেখানো
পিতৃসম এক মহা সমন্ধ।রাজপথ যদি অন্ধকারে ঢাকে,
তুমিই তখন আলো নিয়ে চলো,
মেহনতি মানুষের স্বপ্ন জাগাতে
জীবনভর শুধু সত্যই বলো।আজও তোমার সবুজ চাদর
মাখে বাংলার বুকের ব্যথা,
তোমার শেখানো প্রতিবাদের আগুন
জ্বলে ওঠে ন্যায়ের রথে।আজও তোমার সবুজ চাদর
মাখে বাংলার বুকের ব্যথা,
তোমার শেখানো প্রতিবাদের আগুন
জ্বলে ওঠে ন্যায়ের রথে।মজলুমের নেতা, জনতার প্রেরণা,
তোমার নাম আজও উচ্চারিত,
শ্রদ্ধার ফুলে সাজাই তোমায়—
বাংলার হৃদয় চির স্মারকিত।