
বহুদিন পরে
হেলাল বিন ইলিয়াছবহুদিন পরে লিখতে বসি
পাইনা কোন ছন্দ একি,
গাঁয়ের মায়া শহরে খুঁজি
বৈচিত্র্য আছে তা বুঝি।সবুজের ছায়া মাতৃ মায়া
খোঁজে পাই মায়ের আঁচল,
বলাকা, শালিক কত পাখি
গুনগুনিয়ে ধরা পড়ে আঁখি।দীঘির জ্বলে শাপলা ফুটে
পাতিহাঁস দেখা যাই দুরে,
বঁধু আলতো পা ধুয়ে
চলে যায় পথের ওপারে।সবুজ মাঠ গাছগাছালিতে দু’ধার
খেলাধুলা, দুষ্টামি স্বজনের মিতালি,
কত স্মৃতি যে রংতুলি
এইতো গ্রাম জুড়ায় প্রাণ।