
চট্টগ্রামে পটিয়া উপজেলার ৯নং জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন ৬নং উয়ার্ডে হাজী ছিদ্দক আহম্মদ এর বাড়িতে মো. শওকত ওসমান(২৬) সামাজিক পানির কলে গোসল করতে গেলে একই বাড়ির বাসিন্দা মো. মাহবুবুল আলম(৫০) পানি অপচয়ের কথা বলে মো. শওকত (২৬)এর সাথে দূর্ব্যাবহার শুরু করে এবং তিনি তেড়ে এলে তা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয় এবং মো. শওকত ওসমান এই জায়গা ত্যাগ করে চলে গেলে তারই আপন চাচাত ভাই মো.আমানুল্লাহ (১৫) কে লাঠি দ্বারা স্বজোরে আঘাত করে এবং তাৎক্ষণিক রক্তক্ষরণ হয় এবং তাকে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানাযায় মাহবুবুল আলম এর সাথে যায়গাজমি সম্পর্কিত পুরোনো শত্রুতা থাকায় তার জের ধরে আজকের এই রকম সহিংস ঘটনার বহিঃপ্রকাশ গঠেছে।
দশম শ্রেণীর ছাত্র মো. আমানুল্লাহ(১৫) এর সাথে কথা বলে জানা যায় তার চাচাত ভাই শওকত এর সাথে ঝগড়ার খবর পেয়ে সে ওই স্থানে ছুটে যায় এবং উপস্থিত কয়েকজনকে বলে বড় ভাই শওকতকে ওই স্থান থেকে নিয়ে যেতে, যেন ঝগড়া বড় না হয়। এই সময় অন্যরা তার চাচাত ভাই শওকতকে নিয়েগেলে প্রথমে কোনো কিছু ভেবে উঠার আগেই তার পেটে এবং ঘুষি মারে এবং তাৎক্ষণিক ওই থেকে পড়েথাকা একটা লাঠি কুড়িয়ে নিয়ে মো. মাহবুবুল আলম তাকে স্বজোরে আঘাত করে।তখন ওই স্থানে থাকা লোকজন বাধাদেয় এবং তার ভাইসহ তাকে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার ধারাবাহিকতায় নিরাপত্তার কথা মাথায় রেখে তারা পটিয়া থানায় গেলে থানার প্রধান কর্মকর্তার পরামর্শে একাটা সাধারণ ডায়েরি করে।