
কবিতা
এম. হেলাল বিন ইলিয়াছ
কবিতা সুন্দর্যের উপমা!
কবিতা নীলিমা আকাশের কাল মেঘ।
কবিতা পড়ন্ত বিকেলে দু’ জন মিলে
বকুল তলায় মালা ঘাতা।
কবিতা
সবুজ ঘিসের শিশির বৃন্ধু।
নদীর তীরে বট বৃক্ষের নিচে বসা
রাখালের বাঁশির সূর।
খেয়াঘাটের মাঝির বাউলিয়া গান
আর আলতা পায়ে বধুর ঝুমুরের শব্দ।
কবিতা সাহিত্যের দর্পন
গানের কথা কলি,
শিল্পের রং তুলি
অপরুপ স্বপ্ন পরী।
কবিতা মমতার স্পন্দন
প্রেমিকার হাস্য রস,
দুঃখীনি মায়ের আর্তনাত
মেঘ বালিকার ছবি
যা লিখে আমি হই কবি।