স্বপ্নে ভরেছিল এক নতুন জাতির প্রহর,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বান—
“বাংলাদেশ জাতীয়তাবাদ”—এক চেতনার অমর গান।বিপদে, দুঃসময়ে, অন্ধকারের পথে,
বিএনপি দাঁড়ায় সবসময় মানুষের সাথে।
গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকার—
এটাই দলের প্রাণ, এটাই মূল ভিত্তি অবার।আজও সময় কঠিন, সংগ্রামের দিন,
ন্যায়ের পথে যারা, তাদের হয় লাঞ্ছন।
তবুও থামেনি আশা, থামেনি গান,
বিএনপি মানে স্বাধীনতার সম্মান।৪৭ বছরের ইতিহাস শুধু নয়,
এটা মানুষের ভালোবাসা, অটল এক পরিচয়।
চলুক দল এগিয়ে, হোক শক্তির জাগরণ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—
মানুষের বিশ্বাস, মানুষের প্রেরণ।
মোহাম্মদ শহিদুল আলম।