বিদ্রোহের আলোয় তুমি অমর
চাতক শাকিলতুমি ছিলে গানের আগুন, বুকে ঝড়ের বাঁশি,
তোমার কলমে জ্বলে উঠত অগ্নির ভাষা খাঁসি।
শৃঙ্খল ভাঙার আহ্বান ছিল প্রতিটি পঙক্তিতে,
তুমি ছিলে পথের প্রদীপ, রক্তিম সেই দৃষ্টিতে।আজও তোমার বিদ্রোহী গান গায় মাঠের মাটি,
আকাশে বাজে তোমার সুর— ঝড়ের মতো ছুটি।
অবহেলার রাত পেরিয়ে ভোরের আলো ফোটে,
তোমার ডাকেই জেগে ওঠে বন্দি প্রাণের নোটে।তুমি গেলে বহু দূরে, তবু সুরের মাঝে বাঁচো,
তোমার নামের দীপ্তি ছড়িয়ে যায় দিন রাত জুড়ে।
নজরুল! তুমি চির অমর, হৃদয়ে রবে গেয়ে—
অন্যায়-অন্ধকারে আলো জ্বালার শপথ নিয়ে।