প্রতিবেদক: মো: আজম (সাতকানিয়া)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১৭,০৮,২০২৫ইং তারিখে রাত ৮.৩০ ঘটিকা থেকে রাত ০৯.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাহী( ইউএনও) অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেরানীহাট কাঁচাবাজারে একটি মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পোড়া তৈল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ বিক্রয় বিপনন, মিষ্টি তৈরিতে কাপড়ের রং ব্যবহার,মিষ্টি তৈরিতে পঁচাবাসি চিনির সিরা ব্যবহার, তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় ইত্যাদি পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম(৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা জরিমানা ও আদায় করা হয়। পরে পোড়া তৈল, নষ্ট বাসী সিরা ফেলে দেওয়া হয় ও পরর্বতীর স্বাস্হ্যকর উপায়ে মিষ্টি জন্য নির্দেশ দেওয়া হয়।