পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৈড়লা কে.পি. বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১০ আগষ্ট রবিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. জসীম উদ্দিন।
শিক্ষক দোলন দাশের উপস্থাপনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু বাবুল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব মফজল আহমদ, অভিভাবক সদস্য আবু সায়েদ মল্ল মেম্বার, সাবেক দাতা সদস্য মোহাম্মদ লোকমান, শিক্ষানুরাগী সোলাইমান বাদল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু নিরুপম দাশ।বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত যোগাযোগ, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেওয়া হয় এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।