প্রতিবেদক :হৃদয় চক্রবর্তী।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মহসীন খান তথা বাংলার স্বাধীনতা সংগ্রামের সকল মুক্তিকামি বীর মুক্তিযোদ্ধা দের অন্তরে লালিত স্বপ্নকে নিজ অন্তরে ধারণ করে সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রচেষ্টায় একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০২২ সালের ৫ই আগষ্ট যাত্রা করে বীর মুক্তিযোদ্ধা মহসীনখান ফউন্ডেশন।
সমাজকে আলোকিত করার প্রধান হাতিয়ার হিসেবে বেছেনেন শিক্ষা সংক্রান্ত নানান কার্যক্রম, প্রথমে কোনো নির্দিষ্ট স্কুলকে লক্ষ্য করে গঠিত হলেও গুটিকয়েক দিনেই ছড়িয়েদেয় নিজেদের সকল সামাজিক কার্যক্রম। গরিব মেধাবী শিক্ষার্থী দের বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে চালিয়ে যান নানাবিধ কার্যক্রম। কোনো নির্দিষ্ট এলাকার গণ্ডি পেড়িয়ে চড়িয়ে পড়ে সম্পূর্ণ উপজেলায়। পটিয়া উপজেলার শিক্ষার্থীরা যাতে নিজেদের ভালো ভাবে এগিয়ে নিয়েযেতে পারে সেই লক্ষ্যে পটিয়া উপজেলার সকল মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে বীরমুক্তিযোদ্ধা মহসীনখান স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা ২০২২। এরই ধারাবাহিকতায় গত বছর ২০২৪ এ তৃতীয় বারের মত সফল বৃত্তি পরিক্ষা এবং পুরষ্কার বিতরণী অনুষ্টান শেষে। আবারও শিক্ষার্থীদের সফল যাচায়কে মাথায় রেখে গত তিন বারের ন্যায় এবারও হাজির হয়েছে বীর মুক্তিযোদ্ধা মহসীনখান ফাউন্ডেশন স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা ২০২৫ নিয়ে।
“বীর মুক্তিযোদ্ধা মহসীন খান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫” এর ফরম বিতরণ কার্যক্রম চলছে
ইতিমধ্যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মুকুট নাইট উচ্চ বিদ্যালয়, হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় সহ পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের মাধ্যমে ফরম বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে ফরম সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে। স্কুল সমূহের বাইরে ও পটিয়ার বিভিন্ন লাইব্রেরী যথা- ছাত্রবন্ধু লাইব্রেরী, ছোবহানিয়া লাইব্রেরী, ন্যাশনাল লাইব্রেরী, দিগন্ত লাইব্রেরি (কুসুমপুরা) ও জিলানি কম্পিউটারে (ওয়াপদা রোড,পটিয়া) পরীক্ষার ফরম পাওয়া যাবে।
এই পরিক্ষায় গত বছরগুলোর ন্যায় এই বছরও ১ম পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১টি কম্পিউটারসহ আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়া শিক্ষার্থী দের নাম্বারের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।ফরম বিতরণ কার্যক্রম ৩রা আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে। যা চলমান রয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫ সম্ভাব্য পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।এক্ষেত্রে পরিক্ষার প্রবেশ পত্রে দেওয়া তারিখকে চূড়ান্ত বলে গণ্য করা হবে।
২৪ জানুয়ারি ২০২৬ (সম্ভাব্য) ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।এই পরিক্ষার ফলাফল
“বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন ফাউন্ডেশন” নামক বীর মুক্তিযোদ্ধা মহসীনখান ফাউন্ডেশন এর (ফেসবুক পেইজে)পেইজে প্রকাশ করা হবে।
ফাউন্ডেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেণ, বীর মুক্তিযোদ্ধা মহসীনখান ফাউন্ডেশন এর অস্থায়ী অফিস: ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ সংলগ্ন, পাঠশালা কোচিং সেন্টার, উজিরপুর,পটিয়া, চট্টগ্রাম,এই ঠিকানায়। এছাড়াও পরিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেণ
মোবা:-০১৮১৬-৪৪৩৪৪২, ০১৮৬৬-০২৪৫০২ ০১৮৬৭-১২৫১৯২
Email: ffmk11@gmail.com