মোর বাপ জান — নীরব এক জ্যোতিঃপুঞ্জ,
সংসার-ঘূর্ণিতে অবিচল যজ্ঞ।
চোখে ধ্যানের দীপ্তি জ্বলে,
শ্রমের ঋষি, ক্লান্তি ছলে।বুকের ভিতর জ্বলে যজ্ঞশিখা,
বাইরে শুধুই ধৈর্যের রেখা।
অভাবের আঁধারে দীপ্তি যার,
তিনি আমার জীবনের সার।ভাঙা জুতো, ছেঁড়া কাঁধে ঝুলি,
তবু চোখে স্বপ্নের তুলির দুলি।
কঠিন পৃথিবীর প্রতিটি ঝড়,
তাঁর নীরবতায় পায় অবসর।মোর বাপ জান — এক জীবন্ত ইতিহাস,
নির্বাক প্রেম, অদৃশ্য আকাশ।
তাঁর ছায়া যতদিন মোর সাথ,
আমি ভয়হীন — আমারই প্রার্থনাপথ।