আকস্মিক মেঘ গর্জে উঠলো, ভেঙে গেল আকাশের ছাদ।
গুড়ি গুড়ি বৃষ্টি ছড়ালো পথ আর সবুজ প্রান্তর।ব্যাস্তময় এক পথিক এসে দাড়ালো ছোট্ট এক চায়ের দোকানে।
আকাশ থেকে এক ফোটা বৃষ্টি এসে পড়ছে সবুজ পাতার উপরে,
এক নয়নে দেখছে পথিক আর ভাবছে ফেলে আসা শৈশবের স্মৃতিগুলো।কতদিন হয়না বৃষ্টিতে ভেজা, অথচ একদিন এই বৃষ্টির জন্যই ছিল কত অপেক্ষা।
বৃষ্টি হলেই দিত ছুট কোথায় আছে ছোট্ট গর্ত, খুশিরা সব আসতো যখন দেখতো বন্ধুরা সব আগে থেকেই অপেক্ষমান। চলত কাঁদা ছুড়োছুড়ি আর কত্ত রকমের খেলা।
স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি হলে মহা – আনন্দে, কার আগে কে পড়বে পিছলে, কেউবা হাটে পা টিপে টিপে। কে যেন আসলো পিছন থেকে এক ধাক্কা দিতে।
মেঘ লাগতেই আকাশ জুরে, ছুটবে সবাই গাছের তলে। কে নিবে কার আগে গাছ থেকে আম ঝড়ে পড়লেই।
অসময়ে বৃষ্টি হলে, মন খারাপ করে জানলার পাশে, হাত বাড়িয়েই বৃষ্টির কণা ছুয়ে দেখি কত মজা। চোখ যায় বাইরের দিকে কচুর পাতায় বৃষ্টি পড়ে, তবুও কেন শুকনো সে পাতা। গবেষণা চলল সে বেলা।
বৃষ্টি ছাড়তেই বাইরে এসে নিলাম একটা কচুর পাতা হাতে। এখনো আছে গোল গোল সেই পানির ফোটা। ওমা এযে পানি নয়, এ যে ঈগল পাখির ডিম।
ভাই যাবেন না বৃষ্টি তো কখন গেছে থেমে।
দীর্ঘশ্বাস ছেড়ে ছুটলো পথিক আবারো কাজের সন্ধানে।