ভুলের থেকে শিক্ষা নিয়ে
সবাই চলি মিলে
ভুলের ক্ষতি গুনতে হবে
শুধরে না ভাই নিলে।
মরণ যখন আসবে কাছে
ঝরবে চোখে পানি
মরণ থেকে কে তোমারে
করবে মুক্ত জানি ?
এমন জীবন করো গঠন
যাবার কালে হাসবে
তোমার জন্য পৃথিবীটা
দুচোখ ঝরে কাঁদবে ।
ন্যায়ের পথে মেলে ধরো
তোমার জ্ঞানের বাতি
তবেই হবে সত্য সুন্দর
জীবন তোমার জ্যােতি ।
ভুলের পথে চলছে যেজন
করছে জীবন নষ্ট
দুই দিন পরে যাবে ছেড়ে
পাবে জীবন কষ্ট ।