সাপ মারিলো লেজে প্রাণ
মারে নাইতো, শুধুই ভান
নিত্যি শুনছি নুতন গান
ভাগ-ভোগেতে টান।
অলি গলি লোকের কথায়
কীইবা নেরেশান ?
আব্বা চাচার ধাপ্পা দেখেও
রাখবা তাদের মান।আফাডাইঙ্গ্যা ফাডা কয়েক
কেউ নাখান্দা কেউ নালায়েক
পঁচছে তাদের সুবোধ বিবেক
লুঠ-চাঁদাতেই টান।
কেউবা আজো বিশ্বাস করে
ঘুম পাড়ানির গান।
আব্বা চাচার ধাপ্পা দেখেও
রাখবা তাদের মান।হাতিতে নাই পিছের মালুম
ছদ্মবেশীর ভদ্র জুলুম
কমছে যেন হালুম হুলুম
কেউবা পেরেশান।
অলি গলি লোকের কথায়
কীইবা নেরেশান?
আব্বা চাচার ধাপ্পা দেখেও
রাখবা তাদের মান।