এক ধরিত্রীর বুকে
সাত আকাশের ছায়াতলে
সাত পাতালের দেহে
সূর্য,চন্দ্র,নক্ষত্রের এক শ্রেষ্ঠার সৃষ্টি আমরা
একই মায়ের সন্তান একই পিতার ঔরসে__
একই গোষ্ঠীর বিভিন্ন গোত্রে
এই ভুবনে জন্মেছি আমরা…
জানা সত্ত্বেও—–
একই প্রকৃতির, একই জাতির হয়েও
রক্ত ঝরাই সাদা কালো শত মানুষের
রক্ত ঝরাই শত মায়ের সন্তানের
রক্ত ঝরাই শত স্বামীর
রক্ত ঝরাই শত পিতার
চিরদিনের জন্যে…..
চিরকালের জন্যে সন্তান হারা, স্বামী হারা,ইয়াতিম হয়
আমরা কী মানুষ!
ওরে ঐ বল আমরা মানুষ!
ওরে ঐ নিতকৃষ্ট পশুর দল বল
আমরা কী মানুষ!
বল রে বল আমরা কী মানুষ
বল আমরা কী মানুষ!!