তোমায় আমি গোলাপ দিলাম
তুমি দিলে কাঁটা
তোমার জীবনে জোয়ার এলো
আমার জীবনে ভাঁটা।
ফিরে এসেছি সরল পথে
ছেড়েছি পাপ কাজ
তুমি হাটছো ভুলপথে
আর হারিয়েছ সব লাজ।
পৃথিবীর মায়া ছেড়েছি আমি
দূরে ঠেলেছি মোহ
আসমান জমিন সর্বসাক্ষী
আরো আছে সব গ্রহ।
যেদিন তুমি ফিরবে সুপথে
পাবে অনেক ব্যাথা
সেদিন তোমার পড়বে মনে
এই অবুঝের কথা।