বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পুকুর বরে জল উপুর।
ছোট মাছ লাফাই পুঁটি।
জলে চারপাশ থই থই।গাছের পাতায় জল গড়ই।
কাক ভিজে কা -কা।
ময়ূর ভিজে পেখম।
ব্যাঙ করে ঘ্যাঙ ঘ্যাঙ।ছাতা হাতে হাটে খোকা।
আষাঢ়ে বাদলের বৃষ্টি,
কদম ফুল কেড়ে নিল
খোকার দৃষ্টি।
বর্ষার বৃষ্টি
হয় বন্যার সৃষ্টি।