1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

চাঁদ উঠেছে -মুহাম্মাদ শরীফুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

আঁধার রাতে চাঁদ উঠেছে
দূর গগণের গায়,
আলোক বাতি ছড়িয়ে আছে
আমাদের এই গাঁয়।

মনের মতো ছড়ায় আলো
কৃপণতা নাই তাতে,
কখনো আবার মেঘের আভায়
হারিয়ে যায় রাতে।

জ্যোৎস্না রাতে চাঁদের আলোয়
ঝিলিমিলি করে পানি,
নদীর দ্বারে ডাকে শিয়াল
ভয়ে কাঁপে খুকুমণি।

চাঁদের আলোয় ঝলমল করে
বাড়ির পাশের উঠান,
কৃষাণীরা সব দল বেঁধে
গাহে পল্লী গান।

অমাবস্যা রাতে চাঁদের আলো
না পেয়ে সব অন্ধকার,
সবাই তাকে খুঁজে বেড়ায়
আসবে কবে আবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট