আঁধার রাতে চাঁদ উঠেছে
দূর গগণের গায়,
আলোক বাতি ছড়িয়ে আছে
আমাদের এই গাঁয়।
মনের মতো ছড়ায় আলো
কৃপণতা নাই তাতে,
কখনো আবার মেঘের আভায়
হারিয়ে যায় রাতে।
জ্যোৎস্না রাতে চাঁদের আলোয়
ঝিলিমিলি করে পানি,
নদীর দ্বারে ডাকে শিয়াল
ভয়ে কাঁপে খুকুমণি।
চাঁদের আলোয় ঝলমল করে
বাড়ির পাশের উঠান,
কৃষাণীরা সব দল বেঁধে
গাহে পল্লী গান।
অমাবস্যা রাতে চাঁদের আলো
না পেয়ে সব অন্ধকার,
সবাই তাকে খুঁজে বেড়ায়
আসবে কবে আবার।