তোমরা তো ভাই, মানুষ ছিলে,
পশু হইলা কেমনে?
তোমরা মিয়া সত্য কথা মিথ্যা বানাও যেমনে।
আমাদের এই সত্য মিথ্যা তুমি জানলা কেমনে?
যেমনে মন, হেমনে।তোমাদের এই মিথ্যার রেষারেষি আনবো সবার সামনে,
তোমার মতো নির্দয় পশুর কথা মাইনষে বিশ্বাস করবো কোন রঙ্গে?
আমরা তো মিথ্যারে সত্য বানাই,
তাই মানুষ আছে আমাদের সঙ্গে।আমরা সামনে থেকে মাইনষেরে চুরি মারি,
আমরা বীর-পুরুষ।
তোরা তো ভালা সাজো,
পড়িয়া মিথ্যার মুখোশ।এটাকে বলে বীর পুরুষ?
ছি ছি ছি!
মানুষের ক্ষতি করে বীর পুরুষ হওয়া যায়না।তোমরা মিয়া মনে হয় ভালা মানুষ?
হা হা হা!
তোমরা তো মূখ দেখো সামনে রেখে মিথ্যার আয়না।এভাবেই সবাই সবাইকে ঘৃনা করে,
নিজেকে করা যায়না।
কেউ কখনো নিজের ভুল সহজে খুঁজে পায়না।