চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ এর ব্যবসায় শিক্ষা বিভাগের (সেশন ২০২৩-২৪) মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি পরিচালিত Aspire Leader Program-এ চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরব অর্জন করেছেন।
বিশ্বজুড়ে নেতৃত্বগুণ সম্পন্ন উদ্যমী তরুণদেরকে খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রতি বছর এই কর্মসূচি আয়োজন করে। হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর প্রতিযোগিতামূলক প্রক্রিয়া পেরিয়ে নোমান তার দক্ষতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নেতৃত্বের সামর্থ্যের স্বীকৃতি স্বরূপ এই অনন্য সুযোগ লাভ করেন।
নোমানের এই অর্জন শুধু চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ নয়, পুরো দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল ও বাংলাদেশের শিক্ষাঙ্গনের জন্য একটি গর্বের বিষয়। তার এই সাফল্য আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের জন্য হবে উদ্দীপনার উৎস ও অনুকরণীয় উদাহরণ।