শোনো, বিধুবালা,
তোমার মায়ার ছায়ায় গাঁথিয়েছি কলঙ্কের মালা।
অসংখ্য অবহেলার, নিরব কুয়াশার ভিড়ে খুঁজেছি তোমায়।
বিনিময়ে দিয়ে গেছো কষ্টের পাহাড় আমায়।একটা অপূর্ণ স্পর্শ হয়ে তুমি,
এড়িয়ে গিয়েছ আমার হৃদয়ের দ্বারা।
ভালোবেসেছিল পুরো বিশ্ব আমায়— কেবল তুমি ছাড়া।এখন কেবল না-পাওয়ার দীর্ঘশ্বাস
রচনা করি নীরব আর্তনাদ।
যার প্রতিটি ধ্বনি শুধুই তোমায় ডাকে—
বিধুবালা, ফিরবে কি আর কোনোদিন আমার প্রাণে?