জগত জুড়ে পাবেনা কোথাও
এমন এক উপমা,
শিক্ষক তিনি নয়তো ধরার
যেন আদর্শ এক মা।বিলিয়ে দিয়ে নিজের জীবন
বাঁচালেন কতো প্রাণ,
সবার মুখে যাচ্ছে শোনা
তার বীরত্বের গান।জলসে যাওয়া শরীর নিয়ে
থেমে থাকেননি তিনি,
জীবন যুদ্ধ চালিয়ে গেলেন
বাঁচাতে খুকুমণি।মর্মান্তিক দুর্ঘটনার কবলে বিমান পড়লো সেথায় যখন,
নিজের জীবন বাঁচাতে সবাই
চেষ্টা করছিলো তখন।বাঁচাননি তিনি নিজের জীবন
উত্তপ্ত আগুন থেকে,
অন্যের সন্তান বাঁচালেন তিনি
নিজেকে আগুনে রেখে।নিজের সন্তান আগুনে রেখে অবিচল ছিলেন তবুও,
বলছিলেন তিনি ওরাও আমার ফেলে যাবোনা কভুও।এমন বিরল ঘটনা কোথাও
দেখা যায়না এখন,
তার মতো এমন আদর্শবান
হবে তোমরা কখন?