আমাকে দাও
এই সভ্যতার সর্বশক্তিমান অস্ত্র,
পরমাণু বোমা!
ইসরায়েলে ফেলি,
আল্লাহু আকবার বলি!
আমাকে ফিরিয়ে দাও
আরব সভ্যতার স্বর্ণযুগের,
ঐক্যের দীপ্ত প্রতিশ্রুতি।
আমাকে দাও—
এই যুগের শ্রেষ্ঠতম অস্ত্র।
যে অস্ত্র উত্তোলিত হলে,
ফিলিস্তিনের দিগন্তে উঠবে নতুন সূর্য,
অনাগত শিশুরা দেখবে পৃথিবীর আলো।
সে অস্ত্র উত্তোলিত হলে
ফিলিস্তিনের অনাহারীরা পাবে আহার,
গৃহহারা ফিলিস্তিনি ফিরবে আপন গৃহে।
আমাকে দাও সেই অস্ত্র
যার বিস্তারে ফিলিস্তিনের ফসলের মাঠে আর জ্বলবে না আগুন,
আকাশ থেকে নামবে না আগুনবৃষ্টি।
নির্ভয়ে পাখিরা ঘুমাবে নীড়ে,
স্বচ্ছ আকাশে ওড়াবে মুক্ত ডানা।
ফিলিস্তিনের বসতিতে থামবে অগ্নিপাত,
শিশুরা মরবে না আর অকালে।
আমাকে দাও,
সর্বশক্তিমান অস্ত্র,
ইসরায়েলে ফেলি,
ব্যবিলনের মতো বিলীন করি।