পাখির কিচিরমিচির ডাকে আর ঘুম ভাঙে না,
টিনের চালে বৃষ্টির ঝিরিঝিরি শব্দ আর টের পাইনা,
ভরদুপুরে সূর্যের উষ্ণ পরশ গায়ে মাখিনা,
গোধূলি বিকিলে মুগ্ধ হয়ে আকাশ দেখিনা,
সন্ধ্যা তারা আমার নাগাল পায়না,
জোনাক পোকার আলো সেই কবে দেখেছি।আমি কিছুটা বদলে গেছি,
প্রকৃতির কোনো স্পর্শ আর মন রাঙাতে পারেনা
অন্ধকার ঘরে একাকি থাকতেই কেমন জানি ভালো লাগে
দু- চারটে মানুষের ভিড়ে অস্বস্তি মনে হয়
সকলের মাঝে থেকে নিজেকে গুটিয়ে রাখতে বড্ড ইচ্ছে করে
মনে হয় আমাকে সবাই ভুলিলেই বাঁচি।