তৃতীয় বিশ্বের সিঁড়ি ,
রাষ্ট্র , তুমি ভূস্বামী। তোমার ক্লি’শে ‘চুরিশুমারী’—
মাতৃগর্ভে ‘দে- শ’প্রেম , মর্ডানিজমের ক্ষুধা ,
রিফিউজির এলিজি ; ‘পুঁজিবাদের আ লু র চপ!’টঙে চোখ রাঙাচ্ছে একঅজ্ঞাত সিগ্রেট।
দু’ইঞ্চি রুটি , বিশ্রী অরেঞ্জ বিস্কুট
ওমঁ দিয়ে যা চ্ছে পথশিশু কে।মহামান্য ,
সমস্ত সু দিন ওরাঁ বুঝে না , লিটলম্যাগের
আর্ট , কৃষ্ণপথ ও প্রিন্টের্ড ক বি তা
ওরাঁ খুৃজে না ; ওরাঁ কিঞ্চিৎ অ- রাজনৈতিক!তাও ,
টুঙটাঙ রাষ্ট্রত্যাচারে
ফুঁসছে ভ্যাট—কামজ্বরের ভর্তা
বিপ্লবী ডাল
ঠোঁটে ডিম ও
শিশুর চোখে ‘ভা ত!’ওঁরা তো অ- রা জ নৈ তি ক , মহামান্য!
প্রকাশিতব্য মেট্রোরেল , এক্সিবিশন ও পদ্মার
স্প্যানে ঝুলে আছে— ‘ক্ষু ধা , দে-শ’প্রেম ও মার্ক্স!’মার্ক্স
তুৃমি
ঢুকে
যাও—ক্ষুধাতত্ত্বে , রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্ দাঁ তে