যখন তুমি ছোট্ট ছিলে,
থাকতে মায়ের আঁচল তলে।
হাও মাও করে কেঁদে দিতে,
মা জননীর কোলে।
আঁচল দিয়ে দিত মুছে
দুই নয়নের পানি।
অনহারে থাকতো মায়ে,
ক্ষুদার জ্বালা পেটে নিয়ে।
অন্য মুখে দিত তোমার
ক্ষুধার জ্বালা ভুলে।
ছোট্ট খোকা বড় হয়ে
মাকে গেল ভুলে!
আজও মায়ে দু’হাত তুলে,
অশ্রু চোখে বলে —
“খোকা আমার, কেমন করে
মাকে গেলি ভুলে?”