মানিক যত কিতাব আছে,
ততই বাণী পথ দেখায়।
সৃষ্টিকর্তার নামে তাই,
গুণের ধারা বয়ে যায়।
স্মরণ যতই করি তাঁরে,
ততই হৃদয় পায় দিশা।
ভেদাভেদে নয় যে প্রাণ,
মানবতাই মূল আশা।
সৃষ্টি-নাথে বাঁধা প্রাণ,
চলে সে যে অজানায়।
দুঃখ-সুখের বাঁকে বাঁকে,
নিয়তিই পথ দেখায়।
চল বলি আজ সাম্যের গান,
ভুলি হিংসা, ভয় ও দ্বন্দ্ব।
রাখি বুকে তাঁরই আশিষ,
যিনি সকল প্রাণে বন্দ।