ভবের দুনিয়ায় এসে করিলে কত রং তামাশা,
স্বরণ রাখিও তুমি—ছাড়িতে হবে এ সংসারের আশা।
শূন্য হাতে ফিরবে তুমি আপন ঠিকানায়,
বুকভরা সেই আর্তনাদ, দেখার মত কেউ রবে না।পাশে ছিলো তোমার যত, আপন স্বজন কত—
আসিবে সেদিন, দেখতে সব শেষবারের মতো।
নিথর দেহ থাকবে সেদিন পবিত্র ওই কাফনে,
আপন স্বজন বলবে সেদিন—“দেরি কেন আজ দাফনে?”এই ভুবনের আলো সেদিন থাকবে চোখের আড়ালে,
অনন্তকাল পরে রবে অন্ধকার কবরে।