লোভ করে কী লাভ হবে
ক্ষণস্থায়ী দুনিয়া,
লোভের তরে জীবন কেহ
দেয় যে সে বিলিয়া।
ভাগ্যে যা লেখা আছে
আসবে তা ফিরিয়া,
আফসোস করে হবেনা কিছু
পাবে তা বুঝিয়া।
লোভ করলে বিপদ বাড়ে
বাড়ে অস্থিরতা,
লোভে পাপ পাপে মৃত্যু
ইহা মনীষীদের বার্তা
লোভ মানুষের বিবেক বুদ্ধি
করে দেয় বরবাদ,
নির্দ্বিধায় করতে থাকে সে
সব অপরাধ।
লোভ করাতো ভালো নয়
লোকে তাতে মন্দ কয়,
লোভ করলে কখনো কখনো
সম্পর্ক নষ্ট হয়।
লোভের কারণে খুন বাড়ে
বাড়ে ডাকাতি,
লোভের কারণে নষ্ট হচ্ছে
ভ্রাতৃত্বের সম্পর্ক সম্প্রীতি ।