মা
বর্ষা আক্তার পিচ্চিজানো মা, আমি না ভীষণ একা
বড্ড ইচ্ছে করে তোমায় দেখতে
তোমার আদর পেতে মনটা হাহাকার করে
তুমি বলতে না?
মা ছাড়া পৃথিবী অন্ধকার
আমি সেটা হাড়ে হাড়ে টের পাই
কত রাগ কত অভিমান করেছি
তুমি গায়ে মাখোনি কখনোআজ আমার বড্ড কষ্ট হচ্ছে
আমাকে বুকে জড়ানোর মতো
একটা মানুষ ও নেই
মাথায় হাত বোলানোর মতো
একজোড়া হাত নেই
আমার চোখের পানি মোছার
শাড়ির একটা আঁচল নেই
বলো মা,আমার কষ্ট কাকে বলি?
কে আমাকে তোমার মতো করে বুঝবে?
এসো না মা, একনজর তোমায় দেখি
দেখার তৃষ্ণা মেটায়ওই মা, শুনতে পাচ্ছো আমার কথা?
আমি তোমার খুকুমণি
একটিবার নাম ধরে ডাক দাওনা মা,
আমার হৃদয়টা শীতল করিতুমি কি অভিমান করেছো আমার উপর
বলো না মা,
এই দেখো, কানে ধরে উঠ বস করছি
তবুও একবার দেখা দাওসুবিশাল আকাশটাই কত রকমের তারা
শুধু তোমাকেই কেন দেখছিনা
তবে কি আমি এক পলক দেখা থেকেও বঞ্চিত হলাম?
মা মা ওই মা একটিবার দেখা দাওনা মা,
তোমায় একটু মুগ্ধ হয়ে দেখি
তোমাকে ছোঁয়ার সৌভাগ্য সেইকবেই হারিয়েছি
আজ দেখা থেকেও বঞ্চিত করলে?