1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

মা-বর্ষা আক্তার পিচ্চি

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মা
বর্ষা আক্তার পিচ্চি

জানো মা, আমি না ভীষণ একা
বড্ড ইচ্ছে করে তোমায় দেখতে
তোমার আদর পেতে মনটা হাহাকার করে
তুমি বলতে না?
মা ছাড়া পৃথিবী অন্ধকার
আমি সেটা হাড়ে হাড়ে টের পাই
কত রাগ কত অভিমান করেছি
তুমি গায়ে মাখোনি কখনো

আজ আমার বড্ড কষ্ট হচ্ছে
আমাকে বুকে জড়ানোর মতো
একটা মানুষ ও নেই
মাথায় হাত বোলানোর মতো
একজোড়া হাত নেই
আমার চোখের পানি মোছার
শাড়ির একটা আঁচল নেই
বলো মা,আমার কষ্ট কাকে বলি?
কে আমাকে তোমার মতো করে বুঝবে?
এসো না মা, একনজর তোমায় দেখি
দেখার তৃষ্ণা মেটায়

ওই মা, শুনতে পাচ্ছো আমার কথা?
আমি তোমার খুকুমণি
একটিবার নাম ধরে ডাক দাওনা মা,
আমার হৃদয়টা শীতল করি

তুমি কি অভিমান করেছো আমার উপর
বলো না মা,
এই দেখো, কানে ধরে উঠ বস করছি
তবুও একবার দেখা দাও

সুবিশাল আকাশটাই কত রকমের তারা
শুধু তোমাকেই কেন দেখছিনা
তবে কি আমি এক পলক দেখা থেকেও বঞ্চিত হলাম?
মা মা ওই মা একটিবার দেখা দাওনা মা,
তোমায় একটু মুগ্ধ হয়ে দেখি
তোমাকে ছোঁয়ার সৌভাগ্য সেইকবেই হারিয়েছি
আজ দেখা থেকেও বঞ্চিত করলে?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট