মাহারিন ম্যামের ত্যাগ
জাফর আহম্মেদ মুগ্ধমা ছিলে, মনে সাহসের মশাল,
আঁধার ভেদে তুমি করেছিলে জ্বলজ্বল।
হৃদয় হার মানে না, আগুনে পুড়ে,
রাখলে প্রাণের শিখা জীবন্ত ঢেউয়ে।শিক্ষার্থীর জন্য ত্যাগ করেছো তুমি,
বাঁচালো প্রাণ যত, হারাতে দিইনি স্নেহের গুণ।
আলোর পথ ধরে চিরকাল থাকো তুমি,
শুধু স্মৃতি নয়, চিরজীবী সাহস তুমি।