ছেলে কে ভর্তি করে দিয়েছিল মা,,
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ।
বুক ভরা ছিল স্বপ্ন,
ছিল চোখে আশা,
এই ছেলে হবে
আগামী দিনের ভরসা।
সকাল হলেই ব্যাগ গোছায়
কাঁধে দিত মা ।
কাল থেকে নাকি
মায়ের ছেলে স্কুলে যাবে না।
সেই মাকে কি বলে সান্তনা
দিবে এই জাতি ?
নেই কি তবে এর সমাধান?
এভাবেই হারিয়ে গেল কত তাজা প্রাণ।
অকালে দগ্ধ হয়ে ফুল
ঝরে গেল সব মুকুল।
কে নিবে এর দায়?
কে নিবে এর ভার
নিরাপত্তা দিতে ব্যর্থ কেন ?
যারা আগামী জাতির কর্ণধার।