মাহরিন আপা তুমি
মহিষী, মমতাময়ী, মা – মহান।
তুমি রেখেছ শিক্ষা আর জাতির মান।
তুমি করেছ প্রমাণ,
মা–বাবার পরে শিক্ষকেরই স্থান।তুমি রেখেছ সে কথার মান,
অগ্নি পুড়ে হয়েছ ক্ষত-বিক্ষত প্রাণ।
ঝরতে দাওনি প্রাণগুলো ফুলের মত,
নিজেকে করেছো তাদের রক্ষার প্রতিমূর্ত।বিশটি ফুলের জীবন তুমি বাঁচিয়ে,
নিজ জীবন দিয়েছ উৎসর্গ করে।
বাংলার প্রতিটি মায়ের মনে,
রক্ত দিয়ে আঁকা তোমার ছবি এক কোণে।মাহরিন আপা
তুমি সাহস, তুমি ভালোবাসার প্রতিমা।