ঘুমন্ত এ শহরে
ঘুমিয়ে আছে
সকল স্তরের মানুষ।
আমি নেই ঘুমিয়ে
দাড়িয়ে টপ ফ্লোরে
রোডলাইটের দিকে তাকিয়ে।
কেন যানি —
আমার ঘুম আসছেনা
আজ।
এ শহরটা খুব উন্নত
শহরের চারিপাশে
রোডলাইট জ্বেলে আছে।
তখনই অন্তরাত্মা বলে..
যখন আমার স্থান হবে
সাড়ে তিন হাত ঘরে।
তখন কি সে ঘর
থাকবে তেজদীপ্ত আলো জেলে?