রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মঙ্গলবার (২২ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ওসমান। তার বাড়ি আলম শাহ্ পাড়ার ঘাগড়া খিল মোগল গ্রামে অবস্থিত। রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার সংবাদ মাধ্যমকে জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় থানা পুলিশের অফিসার ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় সিআর-৪৩০/২১ নম্বরের মামলা রয়েছে, যা ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ০৩ ধারার অধীনে দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত ওসমানকে দুই বছরের সাজা প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ পুলিশ তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।