1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

মাইলস্টোন বিমান বিধ্বস্ত-বর্ষা আক্তার পিচ্চি

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মাইলস্টোন বিমান বিধ্বস্ত
বর্ষা আক্তার পিচ্চি

মুহূর্তেই নীল আকাশ কালো রঙে ছেয়ে গেল। স্বপ্নগুলো ধূলিসাৎ চারপাশে রক্তের বন্যা পোড়ামাটির গন্ধ প্রাণ বাঁচানোর আত্মনার্দ হাহাকার ব্যথায় চিংকার
দিনটা যেন আলো থেকেও অন্ধকারে রুপ নিলো।

দৌড়ে বেড়ানো চঞ্চল শিশুদের শরীর আগুনে গ্রাস করে নিল, চারদিকে ছোটাছুটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা। বাবা মার সন্তান হারানোর আহাজারি। দিনটিকে যেন অশুভ বাতাসে বয়ে নিয়ে গেল।

অথচ এই ছোট ছোট শিশুর চোখে মুখে ছিল স্বপ্নের জোয়ার
কেউ হাসিমুখে স্কুল ড্রেস পরতে পরতে বলতো, মা আমি বড় হয়ে ডাক্তার হব
গর্বে মায়ের বুকটা ভরে যেত
স্নেহমাখা হাতে আদর করে দিতেন একবুক প্রত্যাশা নিয়ে
আমার ছেলেটা ডাক্তার হবে

কেউবা পড়তে বসে বলত
আচ্ছা মা, পাইলট হতে কেমন পড়তে হবে?
খুশি হয়ে মা বলতেন, একটু বেশি বাবা
ঠিক আছে এখন থেকে রোজ স্কুলে যাব আর মন দিয়ে পড়ব
মা তখন বুকে জড়িয়ে কপালে চুমো একে দিতেন
সেই স্বপ্নবাজ শিশুরা আজ রক্তের অভাবে কাতরাচ্ছে
সন্তান হারা মা পাগল প্রায়

নিয়তি বড় নিষ্ঠুর
কিভাবে একটা বাবা তার আট বছরের সন্তানকে অন্ধকার কবরে রেখে আসবেন?
যার হাসিমাখা মুখটার জন্য দিনের পর দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন
ভাগ্যের নির্মম পরিহাস
দশ মিনিটের ব্যবধানে পুরো পৃথিবী অশ্রুসিক্ত হয়ে গেল
হায় কি হলো আফসোস নিয়ে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট