বৃক্ষ
মীর ফয়সাল নোমানবৃক্ষ তুমি দাও আমাদের শান্তি আর আরাম,
তোমার ছায়াতলে মিলে প্রশান্তির স্থান।
গরমে তুমি হও আমাদের ঠান্ডার আশ্রয়,
মৌসুমে মৌসুমে দাও রসে ভরা ফলের মহালয়।তোমার দেহেই জন্মায় কাঠ, জ্বালানির উপায়,
ছায়া দিয়ে শান্ত করো খর রোদের দুর্বিষহ দায়।
কিন্তু আফসোস! বড় বড় দালান-কোঠার জন্যে আজ,
নির্বিচারে কাটা পড়ে যাচ্ছে অগণিত গাছ।ফলে সমাজে বাড়ছে বিষ—কার্বন ডাই-অক্সাইড,
প্রতিবছর গরম বেড়ে বানায় জীবন অসহনিয়।
তাই বলি ভাই, আসো আমরা গাছ লাগাই,
গাছের যত্ন নিই, প্রকৃতিকে ভালোবাসি সবাই।বৃক্ষ, তোমার ঋণে আমরা থাকবো আজীবন,
তোমার দানেই গড়ে উঠুক সুন্দর এই ধরন।