নিত্য দিনে নয়ন জুড়ে অশ্রু জড়ে রোজ
দুঃখ গুলো লুকিয়ে বেড়াই নেয়নি কেহ খুঁজ।
ঘুরছি দেখ বনে বনে পথের পথিক হয়ে
ঘর ছাড়া এই আমিটা আজ মরছি তিলে তিলে
যেথাই কাটে দিন রজনী, গাছ তলাতেই ঠাই
অন্য পেলে আহার জুটে আয়েশ করে খাই।
ঝড় বাদলে কাটছে বেলা
অন্ধকারে জোনাকিরা করছে আলোর খেলা।
জীবন নামের প্রদীপ আমার, জ্বলছে নিভু নিভু
সব হারিয়ে ছন্ন ছাড়া হলাম এবার কাভু।
নিশ্বাস দেখ করছে খেলা,
ফুরিয়ে এল বেলা।