দেশটি মোদের স্বাধীন করে
আশা ছিলো বুকে,
কষ্ট মোদের লাঘব হবে
থাকবো মোরা সুখে।দুঃখ-কষ্ট যা ছিলো
সব মুছে যাবে,
দীর্ঘদিন পরে মানুষ
এখন সুখ পাবে।দেশটি মোদের স্বাধীন হলেও
শত্রু যায়নি চলে,
মীর জাফরের বেশে তারা
তাদের কথায় চলে।সিন্ডিকেট আজ করে যারা
চলছে তাদের কথায়,
বলবো আমি তাদের জন্য
আসুক কোনো রায়।দ্রব্যমূল্যের আজ ঊর্ধ্বগতি
এখন কী হবে,
বসে বসে চিন্তা করি
লোকে কী খাবে।যেমন ছিলাম ভালো ছিলাম
লোকে এখন বলে,
খুঁজে দেখো আসলে তারা
আছে কোন দলে ।করছে কারা এমন ষড়যন্ত্র
কাদের আছে হাত,
যাদের জন্য গরীব-দুঃখী
পায়না খেতে ভাত।স্বাধীনতার খুশিতে যদি যাও
মীরজাফরের কথা ভুলে,
মনে রেখো দুঃখ আবার
আসবে তোদের কপালে।