1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

পটিয়ায় ঝুলছে গৃহবধূর নিথর দেহ,পরিবারের দাবি যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

পটিয়া উপজেলায় শশুর বাড়ীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে । শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সফর মুল্লুক হাজী বাড়ির মোজাম্মেল হকের স্ত্রী এবং আহমতুল্লাহ হকের মেয়ে।

ঊর্মির বড় বোন সুমি আক্তার অভিযোগ করে বলেন, “তিন বছর আগে মোজাম্মেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। আমরা একাধিকবার টাকা ও উপহার দিয়েও তাদের মন রক্ষা করতে পারিনি। এসব নির্যাতন সহ্য করতে না পেরে আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।”

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা বলেন, “ঊর্মিকে সকাল ১১টা ৩০ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে আগেই তার মৃত্যু হয়েছিল।”

পটিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। গৃহবধূ নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট