নিষ্প্রাণ সমাজ
এস এ সাদিকাচারিদিকে মানুষে ভরা,
তবে নেই সহানুভূতির ধারা।কষ্ট পেলে কেউ এগিয়ে নয়,
উল্টো করে উপহাস-ঠাট্টা সয়।অবিচার দেখেও মুখ বন্ধ রয়,
করে না প্রতিবাদ, করে শুধু ভয়।অন্যের ব্যথা বুঝে না, বোঝে স্বার্থ,
অসহায় মানুষ তাই ন্যায় পেতে ব্যর্থ।কেউ পাশে দাঁড়ালে, লোকে বলে—
নাটক করছে, লুকিয়ে ছলাকলে।ছোট ছোট অন্যায় মেনে নিয়ে,
বড় বড় অন্যায় গেছে লুকিয়ে।সত্য বললে বন্ধ হয় কথা,
মানুষ বলে তখন—“দূরে যা!”অন্যের জায়গায় করে না কল্পনা,
তাই তো নেই সহানুভূতির আল্পনা।সত্যের পক্ষে দাঁড়ানো মানে ঝুঁকি,
তাই তো বাস করে চুপিচুপি।