1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

বিদ্রোহী আমি-জুলহাজ আলী জীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিদ্রোহী আমি
জুলহাজ আলী জীবন

বিদ্রোহী আমি, আমার হাতেই আগুন,
এই আগুন পুড়াবে কেবল শোষণের পাঁজর।
দেশ মানে শুধু মাটি নয়, মানে মানুষের হৃদয়,
আর সে হৃদয়ে যদি থাকে ক্ষত — তবে আমি চুপ থাকবো না।

তোমরা যারা পতাকা উড়িয়ে লুটেছো লাল রক্ত,
তোমরা যারা গরিবের ভাত কেড়ে করেছো উৎসব,
তোমাদের নামে লিখে রাখলাম বিচার —
এই মাটিতে জবাব চাইবো, কড়ায় গণ্ডায়।

আমার দেশ গড়বো আমি নতুন করে,
যেখানে নেতা মানে হবে সেবক, আর ভাষণ নয় কর্ম মুখ্য।
যেখানে ছাত্রের হাতে থাকবে বই আর স্বপ্ন,
না যে রাজনীতির চক্রান্তে বিক্রি হবে ভবিষ্যৎ।

আমি সে কণ্ঠস্বর, যা চাপা পড়েনি বন্দুকের নলে,
আমি সে মাটি, যা বিক্রি হয়নি বিদেশি টাকায়।
আমার দেশ কারো বাজার নয়, লোভ নয়, চক্রান্ত নয়—
আমার দেশ আমার মা, আমার প্রাণ, আমার ঈশ্বরতুল্য।

তাই বিদ্রোহী আমি, এই দেশের প্রতিটি রক্তবিন্দুর সাক্ষী,
আমি ভয় পাই না কারফিউ, পুলিশ, গুম কিংবা ফাঁসি—
আমি শপথ করেছি, এই দেশ হবে মানুষের,
না কোনো দলে, না কোনো মুনাফাখোরের!

আমি আসছি, আমরা আসছি —
শুধু কবিতা নিয়ে নয়,
সাথে আছে লক্ষ কণ্ঠ, জেগে ওঠা হৃদয়,
এই মাটি ফের একবার গাইবে জয়ের গান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট